রুশ বাহিনী কর্তৃক দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে চালু হচ্ছে রাশিয়ার মুদ্রায় ‘রুবল’। আগামী ১ মে থেকে সেখানে রুবলে লেনদেন শুরু হবে।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রিয়া নভোস্তি’ ওই অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-চেয়ারম্যানকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওই অঞ্চলের সব মুদ্রা রুবলে রূপান্তরের জন্য চার মাস পর্যন্ত সময় দেওয়া হবে। রুপান্তরের এই সময়ে রাশিয়ান রুবল এবং ইউক্রেনীয় রিভনিয়া উভয়ই মুদ্রা দিয়েই লেনদেন করা যাবে।
উল্লেখ্য, খেরসন হচ্ছে কৃষ্ণ সাগরের সঙ্গে নৌপথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ শহর। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরুর পর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণে সক্ষম হয় রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম