২৫ মে, ২০২২ ১২:২৬

মারিউপোলে আটকে থাকা জাহাজ যেতে অনুমতি রাশিয়ার

অনলাইন ডেস্ক

মারিউপোলে আটকে থাকা জাহাজ যেতে অনুমতি রাশিয়ার

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ

রাশিয়ার সেনারা গত সপ্তাহে ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোল দখল করে। বিবিসির খবরে বলা হয়েছে, মারিউপোল দখলের এক সপ্তাহ পর সেখানে আটকে থাকা বিদেশি জাহাজ চলে যেতে অনুমতি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, আটকে থাকা বিদেশি জাহাজ চলে যেতে তারা মানবিক করিডর খুলছেন।

বন্দর শহর মারিউপোল দখলের ফলে রাশিয়া ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সরাসরি যুক্ত হতে পারবে। এছাড়া এর মাধ্যমে তারা আজভ সাগরেও পূর্ণ নিয়ন্ত্রণ পাবে।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ জানিয়েছে, ১১৫ মাইল দীর্ঘ এবং ২ মাইল প্রস্থ কৃষ্ণসাগর অভিমুখে মানবিক করিডর খোলা হবে। রুশ নৌবাহিনীর কর্মকর্তারা ইতোমধ্যে পানি থেকে মাইন অপসারণ করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ব্যাপক যুদ্ধচলমান অবস্থায় মারিউপোলে কত সংখ্যক বিদেশি জাহাজ আছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর