২৫ মে, ২০২২ ১৭:১৯

কেন পশ্চিমাদের সমালোচনা করলেন জেলেনস্কি?

অনলাইন ডেস্ক

কেন পশ্চিমাদের সমালোচনা করলেন জেলেনস্কি?

ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেনকেও পশ্চিমা দেশগুলো অনেক অস্ত্রশস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে। তবুও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্তুষ্ট হতে পারছেন না।

জেলেনস্কি বলেছেন, এখনও তার দেশকে অস্ত্র সরবরাহ ও সমর্থনের বিষয়ে পশ্চিমাদের ঐক্যে ঘাটতি রয়েছে। 

তিনি বলেন, ‘অস্ত্রের ব্যাপারে ঐক্য, আমার প্রশ্ন সেটা কোথায়? বাস্তবে কী এখানে ঐক্য আছে? আমি এটা মোটেও দেখছি না।’

এছাড়াও রাশিয়ার জ্বালানি ওপর ষষ্ঠ নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এক হতে পারেনি বলেও উল্লেখ করেছেন জেলেনস্কি। 


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর