২৮ মে, ২০২২ ১৫:৫৭

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইরাকের নতুন আইনের নিন্দা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইরাকের নতুন আইনের নিন্দা যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন আইন পাস করেছে ইরাক। এই নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

‌নতুন এ আইন যুক্তরাষ্ট্রকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, ‘এটা মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এবং ইহুদিবিদ্বেষ প্রচারের নামান্তর।’

বৃহস্পতিবার ইরাকি সংসদ নতুন আইনটি অনুমোদন করেছে। ২০২০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণ যে চুক্তি (আব্রাহাম অ্যাকর্ডস) হয়, ইরাকের নতুন আইনটি তার বিপরীত মতাদর্শের। 

নতুন আইন অনুযায়ী ইসরায়েলে ভ্রমণ বা সেখান থেকে আসা, দেশটির যেকোনো দূতাবাস পরিদর্শন, ইসরায়েলের সাথে যুক্ত সম্মেলনে অংশগ্রহণ এবং জায়নবাদী ভাবধারা প্রচারকে অপরাধ বলে গণ্য করা হবে।

সূত্র : মিডল ইস্ট আইআল মনিটর

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর