২৭ জুন, ২০২২ ১৮:১২

মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার : দাবি মেয়রের উপদেষ্টা

অনলাইন ডেস্ক

মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার : দাবি মেয়রের উপদেষ্টা

মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।

সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

টেলিগ্রামে মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় ৩ মাস রুশ আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে পতন ঘটে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের।

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর