ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে। বুধবার ভোরে অধিকৃত পশ্চিমতীরের জেনিনে এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মোহাম্মদ মারেই (২৫।
আরব নিউজের খবরে বলা হয়েছে, বুধবার ভোরে দখলদার ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা মোহাম্মদ মারেইকে টার্গেট করে গুলি চালায়। এতে তার বুকে গুলি লাগে।
তবে ইসরায়েলি বাহিনীর দাবি, পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। জেনিনে বন্দুকধারী একজন তাদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়।
আরব নিউজের খবর অনুসারে, সম্প্রতি ইহুদি অধিকৃত ফিলিস্তিনে সহিংসতা বেড়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত ৪৮ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল