৭ আগস্ট, ২০২২ ০৮:০৪

বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল ইরান (ভিডিও)

অনলাইন ডেস্ক

বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল ইরান (ভিডিও)

কঠোর নীতিমালার অধীনে বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে নির্দেশনা দিয়েছে ইরানের সংস্কৃতি ও ইসলামিক মন্ত্রণালয়। এক নারীর ম্যাগনাম আইসক্রিম খাওয়ার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরই এই নির্দেশনা জারি করা হয়।

ম্যাগনাম আইসক্রিমের ওই বিজ্ঞাপনটিতে দেখা গেছে, ঢিলেঢালা হিজাব পরে এক ইরানি নারী একটি ফাঁকা জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। সবুজ একটি মাঠের গাড়ি দাঁড় করান তিনি। পাশের সিটে রাখা ছোট ফ্রিজার থেকে বের করেন আইসক্রিম। এরপর গাড়ি থেকে নেমে সবুজ ঘাসে বসে একটি আইসক্রিম খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করতে শুরু করেন। 

ওই বিজ্ঞাপনটি ইরানী ধর্মীয় নেতাদের ক্ষেপিয়ে তোলে। তারা ওই আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডমিনোর বিরুদ্ধে মামলা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেন। 

বিজ্ঞাপনটিকে ‘অশালীন’ ও ‘নারী মূল্যবোধের জন্য অপমানজনক’ উল্লেখ করেছেন কর্মকর্তারা।





বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর