বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা পাবে না, সেটা পরের কথা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ‘গণ অভ্যুত্থান-২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা : সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় প্রত্যেক শহীদের নামে সেখানে একটি করে নিম গাছ লাগানো হয়। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই।’ শনিবারের এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘একটি ছেলেকে ওরা গুলি করে মেরেছে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ ভ্যানে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, তাদের বেতন আমার-আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা পুড়িয়ে মেরে হত্যা করেছে। কী নির্মম, পাশবিক।’ ‘এমন নিষ্ঠুরতা ও অমানবিকতার জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।’ বিএনপি মহাসচিব জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের জন্য তহবিল গঠন করবে বিএনপি।
শিরোনাম
- নারী নির্মাতাদের চলচ্চিত্রে দুইদিনের উৎসব
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটজন গ্রেফতার
- হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়
- বিপুল ভোটে জিতে কোয়াবের নতুন সভাপতি মিঠুন
- ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল: মুক্তি ২০২৭ সালে
- আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
- মারা গেছেন ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
- ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন
- উত্তরায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
- চবি: সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একাডেমিক কার্যক্রম
- কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আর নেই
- বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আটক
- চকরিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
- কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের গণছুটি, সাড়ে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কায়
- ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফিরিয়ে আনা হবে: রাশিয়া
- ইতিহাসের সর্বোচ্চ এলএনজি রফতানির রেকর্ড যুক্তরাষ্ট্রের
- বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, সাতজন গ্রেপ্তার
- যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
- গাকৃবিতে তারুণ্যের উৎসব
মির্জা ফখরুল
নির্বাচন হবেই দায়িত্ব কে পাবে সেটা পরের কথা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর