করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।
দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। এটিই এ বছরে খুলনায় প্রথম করোনায় মৃত্যু।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোররাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/নাজিম