মা-পুত্রের ধ্রুপদী সংগীত পরম্পরায় অসাধারন পরিবেশনায় টরন্টোর দর্শক শ্রোতাদের মুগ্ধ করলো টরন্টোর ধ্রুবপদ পারফর্মীং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার।
রবিবার সন্ধ্যায় স্থানীয় হোপ চার্চ মিলনায়তনে এই আয়োজনে নজরুল সংগীত শিল্পী বনা হালদার এবং তার ছেলে শাস্ত্রীয় সংগীত শিল্পী সমুদ্র শুভম গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। অতিথি আবৃত্তি শিল্পী লিজা চৌধুরী এতে আবৃত্তি করেন।
নাজমা কাজীর সঞ্চালনা এবং রাশিদা মুনির এর ধারা বর্ণনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধ্রুপপদ পারফর্মীং আর্টস এর ড. মমতাজ মমতা।
মা-পুত্রের ধ্রুপদী সংগীত পরম্পরায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলা শিল্পী শ্রী অঞ্জন ঘোষ, বাঁশিতে শিল্পী সপ্তক ভদ্র। শব্দ নিয়ন্ত্রণ ও আলোক সজ্জায় ছিলেন ক্যারী খ্রীষ্টোফার রোজারিও।
সংগীতের ফাঁকে ফাঁকে কবিতা-আবৃত্তি করেন টরন্টোর আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’ এর রাশিদা মুনির, তানিয়া নুর, ফারজানা মনি, শামীমা হুমায়রা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন