কানাডার টরন্টোর করবেট পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সোর্ডস ব্রাদারহুড কাপ- সিজন ১, ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। সবার চেয়ে এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় উসমানী স্পোর্টস ক্লাব। রানারআপ হয় সিলেট সুপার কিংস। ফাইনালে উসমানী স্পোর্টস ক্লাব ৫৫ রানের ব্যবধানে হারায় সিলেট সুপার কিংসকে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন উসমানী স্পোর্টস ক্লাবের অধিনায়ক ইমরান আহমদ। চিটাগাং স্ট্যালিওন্সের ফয়সাল নুর সর্বোচ্চ উইকেট শিকারী হন এবং হবিগঞ্জ স্কোয়াডের তাসকিন আহমদ সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি অর্জন করেন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেদী মারুফ, মুর্শেদ নিজাম, আশফাক আব্দুল্লাহ, জাকারিয়া চৌধুরী, জুবায়ের আহমদ ও মির জুয়েল। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, এ আয়োজনে টাইটেল স্পন্সর ছিলেন এহসানুল হাফিজ, ডিরেক্টর অব অন্টারিও সকার।
বিডি প্রতিদিন/হিমেল