২০২৭ সালের ২ আগস্ট বিশ্বের তিনটি মহাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। স্থলভাগ থেকে দেখা এই গ্রহণ হবে গত শতাধিক বছরের মধ্যে অন্যতম দীর্ঘ, যা সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হতে পারে। এই বিরল গ্রহণকে বলা হচ্ছে ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’।
সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়। তাই এই দীর্ঘ গ্রহণ জ্যোতির্বিদ, আকাশ পর্যবেক্ষক ও সাধারণ মানুষের জন্য এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত সময়ে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ হিসেবেই একে বিবেচনা করা হচ্ছে।
কোথা থেকে ও কখন দেখা যাবে?
মার্কিন মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, প্রায় ২৫৮ কিলোমিটার প্রস্থের ছায়াপথটি দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে যাবে। এরপর এটি ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের কাছে গিয়ে শেষ হবে।
মিসরের লুক্সর শহরসহ কিছু এলাকা ৬ মিনিটের বেশি সময় ধরে পূর্ণগ্রাস অন্ধকারের অভিজ্ঞতা পাবে। আগস্ট মাসে এসব অঞ্চলে আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকায় গ্রহণ দেখার জন্য এটি একটি আদর্শ সময়।
ভারতের বেশিরভাগ অঞ্চল থেকে গ্রহণটি দেখা না গেলেও পশ্চিম প্রান্তের কিছু এলাকা সূর্যাস্তের আগে আংশিক গ্রহণ দেখতে পাবে।
কেন এত দীর্ঘ হবে এই গ্রহণ?
এই সূর্যগ্রহণ দীর্ঘ হওয়ার পেছনে রয়েছে একাধিক বিরল মহাজাগতিক কারণ। গ্রহণের সময় পৃথিবী থাকবে সূর্য থেকে সবচেয়ে দূরের কক্ষপথে—অ্যাফেলিয়নে। ফলে সূর্য আকারে একটু ছোট দেখাবে। একই সময়ে চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি কক্ষপথে, যাকে বলে ‘পেরিজি’। এতে চাঁদ তুলনামূলক বড় দেখাবে। সেই সঙ্গে গ্রহণটি বিষুবরেখার কাছাকাছি অতিক্রম করবে, ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর ধীরে অগ্রসর হবে, যার ফলে গ্রহণের স্থায়িত্ব বাড়বে।
এটি শুধু বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক বিরল দৃশ্য হবে। গ্রহণ পর্যবেক্ষণের প্রস্তুতি নিতে এখন থেকেই বিভিন্ন দেশের গবেষণা সংস্থা ও পর্যবেক্ষকগণ তৎপর হয়ে উঠেছেন।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/আশিক