চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোমিন জানান, সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে থেঁতলানো ও মুখে আঘাতের চিহ্ন ছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/কেএ