রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিস এ ঘটনায় গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে।
এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেন—এই দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।
নেতৃদ্বয় আরও বলেন, একটি প্রশিক্ষণ বিমান কীভাবে জনবহুল এলাকায়, তাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এসে বিধ্বস্ত হলো—তা গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আমরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।
আইএসপিআর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ