নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দুইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।
এমনকি রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। এ সময় তারা বাড়ি-ঘরে আগুন দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে নেপালে বসবাসকারী বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
জরুরি নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘নেপালে বর্তমানে বসবাসকারী আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। সেল: মি. সাদেক +297 9800672759: মিসেস সারা +৯৭৭৯৮৫১১২৮৩৮১
বিডি-প্রতিদিন/বাজিত