চট্টগ্রামে পতেঙ্গা থানা এলাকায় এক নারীকে খুনের ঘটনায় তার দেবর মো. রনি (২৮) ও সোলায়মান (৪৮) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) রাতে পতেঙ্গা থানার চড়িহালদা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ জুলাই দিবাগত রাতে গার্মেন্টকর্মী ফেরদৌস আরা (৪০) ছুরিকাঘাতে খুন হন।
পুলিশ জানিয়েছে, ফেরদৌস আরা খুন হওয়ার এক সপ্তাহ আগে রান্নাঘর মেরামত করার জন্য অনুরোধ করলে তার স্বামী ও দেবর মিলে তাকে মারধর করে। ১৩ জুলাই রাত ১১টার দিকে স্বামী মো. লোকমান হোসেন ও দেবর মো. রনি তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে রনি চাকু দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফেরদৌস আরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফেরদৌস আরা’র ভাই মামুন খান বাদী হয়ে পরদিন পতেঙ্গা মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এইচএম হারুনুজ্জামান রোমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ