রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল) দগ্ধ ও গুরুতর আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে রক্তের চরম সংকট দেখা দেওয়ায় উদ্ধারকর্মীরা সাধারণ মানুষের কাছে রক্তদানের আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।
বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রক্তাক্ত ও ছিন্নভিন্ন অবস্থায় ছুটোছুটি করছে। ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও কান্নার দৃশ্য।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আহতদের মধ্যে অন্তত ১৩ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদের অনেকেই ক্লাস শেষে ক্যাম্পাসে অপেক্ষমাণ অবস্থায় ছিলেন।
আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। অন্যদিকে গুরুতর আহতদের নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দগ্ধ ও গুরুতর আহত রোগীদের বাঁচাতে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। সাধারণ মানুষের কাছে জরুরি রক্তদানের আহ্বান জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত