নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীর পানিতে ডুবে আলী আসাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই শিশু ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেনের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আসাদ। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে মাসহ স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চাচাতো ভাই ইউসুফ আলী। এসময় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই