কাস্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান।
"একসাথে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য" ব্যানারে অনুষ্ঠিত তিন দিনের এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে। ইরানের নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজক।
নৌবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড কোর এবং ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের নৌবাহিনী ইরানের পক্ষে অংশ এই মহড়ায় অংশ নিয়েছে।
আগের দিন একটি রাশিয়ান নৌযান ইরানের জলসীমায় প্রবেশ করে এবং নির্ধারিত মহড়া অঞ্চলে নোঙর করে।
ইরানি নৌবাহিনীর নেতৃত্বে চতুর্থ নৌ অঞ্চলের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা ইমাম রেজা মেরিটাইম ডিস্ট্রিক্ট নামে পরিচিত।
ইরানি ও রাশিয়ান কমান্ডারদের মধ্যে ইতিমধ্যেই যৌথ পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল