জুলাই বিপ্লবের স্মৃতিচারণে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে।
সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের পাশের দেয়ালে গ্রাফিতি আঁকতে শুরু করেন।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা।
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর ছিদ্দিক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে যা হয়েছে, আগামী প্রজন্ম যেন এসব থেকে শিক্ষা নিয়ে সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেজন্য আন্দোলনের নানা প্রেক্ষাপট আমাদের কলেজের মূল ফটকের পাশের দেয়ালে তুলে ধরা হয়েছে। গ্রাফিতিতে আন্দোলনে শহীদ মুগ্ধ কিংবা আবু সাঈদদের বীরত্বগাঁথা তুলে ধরা হয়। এই গ্রাফিতির মাধ্যমে আগামীর প্রজন্ম জানতে পারবে দিনগুলোর কথা।
বিডি প্রতিদিন/কেএ