রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইইউ বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে।
প্রসঙ্গত, উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন।
বিডি প্রতিদিন/আরাফাত