বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি এবং জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় শ্রমিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যারা অশালীন বক্তব্য দিয়েছে তাদের দ্রুতই ক্ষমা চাইতে হবে। এছাড়া দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/এমআই