চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে ঋণের চাপে মো. জিসান (২২) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত জিসান কধুরখীলের বেপারিপাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে। তিনি স্থানীয় বাজারে স্টিলের আসবাবপত্র তৈরির দোকানে কাজ করতেন।
বোয়ালখালী থানার এসআই বিকাশ বড়ুয়া জানান, জিসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার পাওনাদারদের নাম আছে। কে কতো টাকা পাবে, সেটাও উল্লেখ আছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করেছে, যার সাথে জিসানের শেষ কথা হয়েছিল। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই