অস্ত্রধারী এক ব্যক্তি লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছ, ব্যাংকে আটকে থাকা অর্থ ফেরত পেতে তিনি এমনটি করছেন।
ঘটনা সম্পর্কে অবগত এমন একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রের মুখে জিম্মি করা ওই ব্যক্তি নিজের গায়ে আগুন ধরানোরও হুমকি দিয়েছেন।
খবর অনুসারে, বৈরুতের ব্যস্ততম হামরা জেলায় ফেডারেল ব্যাংকের একটি শাখায় বৃহস্পতিবার প্রবেশ করেন ওই ব্যক্তি। অস্ত্র ও একটি পাত্রে পেট্রল নিয়ে ব্যাংকের ৬ থেকে ৭ জন কর্মকর্তাকে জিম্মি করেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাংকে তার ২ লাখ ডলার আটকে আছে। কর্মকর্তারা জানিয়েছেন, সতর্ক করার অংশ হিসেবে ওই ব্যক্তি তিনবার ফাঁকা গুলি ছুড়েছেন। ঘটনাস্থলে তার আপন ভাই এবং নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য উপস্থিত আছেন। তারা তাকে বোঝানোর চেষ্টা করছেন।
লেবাননের বিভিন্ন ব্যাংক সাম্প্রতিক সময়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির ব্যাংগুলোতে বৈদেশিক মুদ্রা তোলার বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। সে কারণে প্রয়োজন থাকলেও অনেকেই অর্থ উত্তোলন করতে পারেন না।
বিডিপ্রতিদিন/কবিরুল