১৬ আগস্ট, ২০২২ ০৯:৩৭

সাত তাইওয়ানি কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

সাত তাইওয়ানি কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি বি- খিম সাও

তাইওয়ানের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। বেইজিং বলছে, তারা (তাইওয়ানের এই কর্মকর্তারা)  স্বশাসিত দ্বীপটির স্বাধীনতায় সমর্থন দিয়েছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। জোরপূর্বক হলেও গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তারা চীনের সঙ্গে যুক্ত করতে চায়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার অর্থ- তাইওয়ানের এই কর্মকর্তারা চীনের মূলভূখণ্ড, হংকং এবং ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবে না, চীনের কর্মকর্তাদের সঙ্গেও তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবে না। নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাতজনের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রতিনিধি বি-খিম সাও।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়ার খবরে বলা হয়েছে, আন্তঃপ্রণালি সম্পর্ক এবং উভয় পাশের জনগণের নিকট স্বার্থ রক্ষায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। চীনের শাসকদল কমিউনিস্ট পার্টির গণমাধ্যম গ্লোবাল টাইমস তাদেরকে, ‘কট্টর বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে উল্লেখ করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর