১৯ আগস্ট, ২০২২ ১২:০৭

এরদোয়ানের যে কথায় ‘বিস্মিত’ জেলেনস্কি

অনলাইন ডেস্ক

এরদোয়ানের যে কথায় ‘বিস্মিত’ জেলেনস্কি

জেলেনস্কি (বামে) ও এরদোয়ান

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানকার লেভিভ শহরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন।

জেলেনস্কির সাথে বৈঠকের পর এরদোয়ান বলেছেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে’।

এর আগেও খবর বের হয়েছিল যে এরদোয়ান জেলেনস্কির সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আয়োজনের প্রস্তাব দিতে পারেন।

বৃহস্পতিবার এরদোয়ানের এই বক্তব্য শুনে জেলেনস্কি অবশ্য বলেছেন যে, মস্কো শান্তির জন্য প্রস্তুত এরদোয়ানের কাছে এটি শুনে তিনি ‘খুবই বিস্মিত’।

“রাশিয়ার প্রতি কোনও বিশ্বাস নেই। রাশিয়াকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে,” বলেন তিনি।

তবে বৈঠকে নেতারা তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য নিয়ে যে চুক্তি হয়েছে, সেটি সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার কিয়েভ জানিয়েছে, ওই চুক্তির পর ২৫তম জাহাজটি বন্দর ছেড়ে গেছে।

ওদিকে খারকিভ শহরের গভর্নর জানিয়েছেন, সেখানে রাশিয়ার গোলাবর্ষণে ১৭ জন নিহত হয়েছে। সূত্র: বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর