ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলা জোরদার করেছে রাশিয়া। এতে ওই অঞ্চলের একটি বড় অংশ বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, এসব এলাকায় পানি সরবরাহব্যবস্থাও বন্ধ রয়েছে।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় রাশিয়ার হামলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো এসব হামলা চালাচ্ছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলায় পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকা থেকে রুশ সেনারা পিঁছু হটার একদিন পর রবিবার দেশটির ওই অঞ্চলের একটি বড় অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি এলাকায় কোনও বিদ্যুৎ–সংযোগ নেই। সচল নেই পানি সরবরাহব্যবস্থাও। যেসব জায়গায় হামলা হয়েছে, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা বিভাগ কাজ করছে।
রবিবার সুমি, দিনিপ্রপেত্রভস্ক, পোলতাভা, জাপোরিঝঝিয়া এবং ওদেসা এলাকায়ও একই পরিস্থিতি দেখা দেয় বলে খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম