ইয়েমেনে ৬ মাসের যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হয়েছে। কিন্তু নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়েনি। জাতিসংঘের বিশেষ দূত এই তথ্য জানিয়ে বিবাদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গ বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রচেষ্টা সফল হয়নি। রবিবার এর ডেডলাইন ছিল জানিয়ে তিনি বলেন, সমঝোতায় পৌঁছাতে আলোচনা চলছে।
এক বিবৃতিতে জাতিসংঘের এই দূত যুদ্ধে লিপ্ত দুই পক্ষকে ইয়েমেনের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা পূরণ করার আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের এপ্রিলে দুই মাসের যুদ্ধবিরতি হয়। দুই দফায় বিরতি নবায়ন করা হয়। এই যুদ্ধবিরতির ফলে ইরান সমর্থিত হুতি এবং সৌদি আরব জোট সমর্থিত সরকারের মধ্যে লড়াই উল্লেখযোগ্যহারে হ্রাস পায়।
২০১৪ সাল থেকে চলমান যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধের ফলে বিশ্বের সবথেকে খারাপ মানব সংকট তৈরি হয়েছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল