৪ অক্টোবর, ২০২২ ১২:৩৭

ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তির উপায় জানালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তির উপায় জানালেন ইলন মাস্ক

ইলন মাস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনে এক প্রস্তাব দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি মস্কো ইউক্রেনের ৪টি অঞ্চল তাদের ফেডারেশনে যুক্ত করেছে। এসব অঞ্চলে পুনরায় গণভোট আয়োজন করতে বলেছেন ইলন মাস্ক।

ইলন মাস্কের বক্তব্য –পশ্চিমারা রাশিয়ার অধীনে হওয়া গণভোটের ফলাফল না মানায়, এবার সেটি জাতিসংঘের অধীনে করা হোক। এতে ওই অঞ্চলের মানুষেরা স্বাধীনভাবে রাশিয়ার সঙ্গে যাবে কি, ইউক্রেনের সঙ্গে যাবে তা বেছে নিতে পারবে। ভোটে হারলে সেনা সরিয়ে নেবে রাশিয়া।

ইউক্রেনসহ ইউরোপের নেতারা মাস্কের এমন প্রস্তাবের সমালোচনা করেছেন। তবে মাস্ক নিজের বক্তব্য থেকে পিছু হটেননি। তিনি বলেছেন, তার মতামত কারও পছন্দ হলো কিনা সেটা বিষয় নয়। ইলন মাস্ক বলেন, আমার এই পরিকল্পনা লাখো মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম। দোনবাস ও ক্রিমিয়ার মানুষদের ঠিক করা উচিৎ, তারা কার সঙ্গে থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর