গ্রিসের লেসবস দ্বীপের কাছাকাছি এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৭ অভিবাসন প্রার্থী মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ওই নৌকায় ৪০ জনের মতো যাত্রী ছিল। এখন পর্যন্ত ১০ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তুরস্কের নিকটবর্তী এলাকায় হওয়া আঙ্কারাকেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গ্রিসের অভিবাসন মন্ত্রী।
বুধবারও ৮০ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস। যাদের মধ্যে ১৮ জনই শিশু।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল