রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানান, কামিকাজে ড্রোন থেকে হামলাগুলো চালানো হয়েছে। নভায়রনমেন্ট সংস্থা এই কামিকাজে ড্রোনের প্রস্তুতকারক। এই ড্রোনটি মূলত দুটি আকারে পাওয়া যায়। সুইচব্লেড ৩০০ এবং সুইচব্লেড ৬০০। নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করা এ ড্রোনগুলোকে ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন বলা হয়।
বিবিসির পল অ্যাডামস জানান, সোমবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণগুলো ঘটে।
তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া সাইটে জানান, গত সপ্তাহে রাশিয়া যখন বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তিনি শেভচেনকিভস্কি জেলায় ছিলেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে এবং বাসিন্দাদের বিমান হামলার আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গত সপ্তাহের এই হামলাগুলো রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী একটি মূল সেতুতে বোমা হামলার প্রতিশোধ ছিল। যুদ্ধ চলাকালীন প্রথমবারের মতো কিয়েভকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল। সূত্র: বিবিসি, ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/কালাম