নিষিদ্ধ তহবিল গ্রহণ মামলায় ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে আদালত। ইসলামাবাদের একটি বিশেষ আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে ৩১ অক্টোবর পর্যন্ত জামিন দিয়েছে।
দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-এফআইএ ইমরানের খানের বিরুদ্ধে নিষিদ্ধ তহবিল গ্রহণের মামলাটি করে।
বিশেষ বিচারক রাজা আসিফ মাহমুদ সোমবার ইমরানের আবেদন শুনানির পর এক লাখ রুপি জামানতের বিনিময়ে এই জামিন দেন।
ইমরান খান তার আবেদনে (পিটিশন) দাবি করেছেন, ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতি করেছেন এমন কোনো প্রমাণ দিতে পারবে না তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিরা। তাই তদন্ত সংস্থার এমন আচরণ প্রশ্নবিদ্ধ এবং সংস্থাটি ক্ষমতার অপব্যবহার করছে বলেও দাবি করেছেন ইমরান।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল