ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল জানিয়েছেন, রাশিয়ার হামলায় তিন অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎবিহীন রয়েছেন ওইসব এলাকার শহর ও গ্রামে বাস করা লাখ লাখ মানুষ।
তিনি বলেন, ‘রাশিয়ার সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের তিন অঞ্চলের বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে।’
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরও জানান, এরমধ্যে কিয়েভ, দানিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলে পাঁচটি হামলা চালিয়েছে রাশিয়া। তিনি বলেন, ‘ফলে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর থেকেই আবারও ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল