ইউক্রেনে রুশ অভিযানের প্রায় আট মাস পেরিয়ে গেছে। প্রথমে আধিপত্য দেখালেও এখন কিছু অঞ্চলে এগিয়ে রয়েছে ইউক্রেন। দেশটির সেনারা রাশিয়া পূর্ব ও দক্ষিণ অঞ্চলের অধিকৃত বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধারও করেছে।
তবে এখনও পূর্বাঞ্চলীয় ডনবাসের বাখমুত শহরে পুরোপুরি আধিপত্য ধরে রেখেছে রাশিয়া। সেখানে রুশ সেনারা এখন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে।
এদিকে, যুদ্ধরত ইউক্রেনের অন্তত ১৫ হাজার সেনাসদস্যকে প্রশিক্ষণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মাস থেকেই এই কার্যক্রম শুরু হতে পারে।
সোমবার লুক্সেমবার্গে ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
বৈঠকে একই সঙ্গে ইউক্রেনকে আরও পাঁচ কোটি ইউরোর সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা আসতে পারে।
ইইউর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণ শুরু হবে নভেম্বরের মাঝামাঝি এবং ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পোল্যান্ডের একটি কেন্দ্রে এবং আরেকটি জার্মানিতে ইউক্রেনীয় সেনাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন