পশ্চিম ইউরোপে শুরু হয়েছে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ মহড়া। রাশিয়ার সাথে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার এই নিয়মিত মহড়া শুরু হয়।
এই মহড়া ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছে ন্যাটো। তবে রাশিয়ার ইউক্রেনে অভিযানের সাথে এর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
এই মহড়ায় ইউএস বি-৫২ বোমারু বিমানসহ ৬০টির বেশি বিমান অংশ নিয়েছে।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ জানিয়েছিলেন, ‘যদি ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মিত মহড়া বাতিল করা হয় তবে তা ভুল বার্তা দেবে।’
তিনি আরও জানিয়েছিলেন, ন্যাটোর উচিত সব সদস্য রাষ্ট্র ও মিত্রদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল