কিয়েভে রুশ ড্রোন হামলার পর রাশিয়াকে জি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেন। দেশটির এক জ্যেষ্ঠ নেতা এই দাবি জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখেলো পোদোলিয়াক বলেন, ‘যারা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিয়েছে। যারা বেসামরিক নাগরিকদের নিথর করে দেয় এবং যারা সুসংহত হত্যাকাণ্ড ঘটায়; তাদের সাথে জি-২০ নেতাদের এক টেবিলে বসা ঠিক নয়। (রাশিয়াকে) অবশ্যই বহিষ্কার করতে হবে।’
ক্রিমিয়ান সেতুতে রহস্যজনক বিস্ফোরণের পরই আবারও ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
জ্বালানি স্থাপনা লক্ষ্য করে নতুন এই হামলার কারণে বিদ্যুতবিহীন রয়েছে ইউক্রেনের তিন অঞ্চলের কয়েক লাখ মানুষ।
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল