পাকিস্তানে সর্বশেষ অনুষ্ঠিত উপনির্বাচনে আটটি আসনের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার একটি অনানুষ্ঠানিক ফলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বেশ সোচ্চার এবং উপনির্বাচনে সাবেক এই প্রধানমন্ত্রীর জয় আগাম ভোট নিয়ে দেশটির বর্তমান সরকারকে বেশ চাপের মধ্যে ফেলবে।
এর আগে, গতকাল রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ সামগ্রিকভাবে মসৃণ হলেও পরে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, আগামী বছরের অক্টোবরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশটিতে আগাম নির্বাচন চান ইমরান খান। এ জন্য সরকারকে চাপ দিতে রা লং মার্চ ঘোষণা দেওয়ার কথা ভাবছেন ইমরান খান।
সূত্র : জিও টিভি, ডন ও এএফপি।
বিডি-প্রতিদিন/শফিক