দক্ষিণ সিরিয়ায় এক যৌথ অভিযানে ২০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী। অভিযানে রাশিয়ার সেনারাও অংশ নেয়।
রাশিয়ার সেনাবাহিনীর একজন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, নিহতদের মধ্যে বাসে বিস্ফোরণে অভিযুক্তরাও রয়েছে।
গত বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গ্রামে সামরিক বাহিনীর বাস লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ সেনা নিহত ও ২০ জন আহত হন।
সিরিয়ায় নিযুক্ত রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেগ ইয়েগোরভ বলেন, দক্ষিণ দেরা প্রদেশে সোমবার এই অভিযান চালানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল