হিজাববিরোধী আন্দোলনে ইরান সরকারের দমনপীড়নের প্রতিবাদে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এছাড়া এই ঘটনায় ইরানের নিন্দা করেছে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা।
ইরানের ১১ সরকারি কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা ইউরোপের ভিসা পাবেন না এবং এই অঞ্চলে থাকা তাদের সম্পদও জব্দ করা হবে।
ইরানের কথিত নীতি পুলিশকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে হিজাব-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে শক্ত অবস্থায় নেই ইরান সরকার। বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় শতাধিক আন্দোলনকারী নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল