ইউক্রেনের পুলিশ ইরানের কামিকাজে ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের পুলিশের ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও তারা দেখেছেন। ওই ভিডিওতে অ্যাসাল্ট রাইফেল দিয়ে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে।
ভিডিওতে পুলিশের একজন কর্মকর্তাকে ইউক্রেনের ভাষায় বলতে শোনা যায়– ‘ড্রোন আসছে, গুলি চালাও।’
আরেকজন কর্মকর্তাকে কয়েকটি গুলি করার আগে বলতে শোনা যায়, ‘এখানে, ঠিক ওপরে।’ এর পর বড় ধরনের শব্দ শোনা যায় যা পাশে একটি ড্রোন ক্রাশ কিংবা বিস্ফোরিত হওয়ার শব্দ বলে মনে হয়।
ওই ভিডিওতে ইউক্রেনের ‘টহল পুলিশ’ লেখা ওয়াটারমার্ক রয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, ইরানের তৈরি একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তবে ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। বিবিসি ভিডিওটি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়া কিয়েভে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ হয়। যদিও ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রির তথ্য অস্বীকার করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল