হিজাববিরোধী আন্দোলনে দমনপীড়ন চালানোর অভিযোগ এনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ইরানের ১১ সরকারি কর্মকর্তা ও ৪ প্রতিষ্ঠান।
তবে এতে সন্তুষ্ট নয় ইউক্রেন। ইরানি ড্রোনে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, এমন অভিযোগ এনে তেহরানের ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সোমবার ইইউ’র প্রতি ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে কামিকাজে ড্রোন লক্ষ্য করে নিষেধাজ্ঞা চাইছে কিয়েভ।
কুলেবা টুইটে বলেন, ‘আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিস্ফোরক দেওয়ার অনুরোধ করছি এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অপরাধে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা দেওয়া হোক।’
সূত্র: এএফপি (এনডিটিভি)
বিডি প্রতিদিন/নাজমুল