ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই বিশৃঙ্খলা ক্রেমলিনের প্রধানকে (প্রেসিডেন্ট পুতিন) সরিয়ে দিতে পারে। রাশিয়া গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে এমনকি দেশটির অংশবিশেষ ভেঙে যেতে পারে।
রাশিয়ার সাবেক একজন কূটনীতিক এক নিবন্ধে এই মন্তব্য করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, বরিস বনদারেভ নামে এই রুশ কূটনীতিক গত মে মাসে পদত্যাগ করেন। ইউক্রেন যুদ্ধ থেকে তিনি উপলব্ধি করেন, রাশিয়া দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে, আদর্শ থেকে সরে গেছে। এ কারণে পদত্যাগ করেন তিনি।
রুশ কূটনীতিক বনদারেভের মতে, কিছু ইয়েস ম্যানে ( সব কিছুতে জ্বি হুজুর বলে) রাশিয়া আক্রান্ত। এটার কারণেই প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনকে তার পদ থেকে সরিয়ে দিলে রাশিয়ার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হবে।
রাশিয়ার সাবেক এই কূটনীতিকের বক্তব্য, কোনো কারণে পুতিন সরে গেলে তার উত্তরসূরী যুদ্ধ চালিয়ে যাবেন এটা সম্ভব। কিন্তু এটা হলে দেশে রাজনৈতিক টালমাটাল অবস্থা সৃষ্টি হবে। রাশিয়ায় মহাবিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল