ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রির তথ্য বারবার নাকচ করছে। যুক্তরাষ্ট্রের দাবি ইরান মিথ্যা বলছে। হোয়াইট এটা নিয়ে তেহরানকে তীব্র ভৎর্সনা করেছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একজন কর্মকর্তা দাবি করে বলেন, রাশিয়ার কাছে আরও ধ্বংসাত্মক অস্ত্র বিক্রির বিষয় বিবেচনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ইরানের তৈরি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) দিয়ে ইউক্রেনের সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা করা হচ্ছে এর বিশাল প্রমাণ আমাদের কাছে আছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার রাশিয়া ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে এর ‘অকাট্য প্রমাণ’ তারা খুঁজছে বলে জানিয়েছে। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল