ইউক্রেনে গত ১০ অক্টোবর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এছাড়া বর্তমান ইরানের কামিকাজে ড্রোন দিয়ে হামলা করছে মস্কো।
হামলা ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সহায়তার আহ্বান জানিয়েছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনে দুইটি অ্যাডভান্সড ভূমি থেকে আকাশ (সার্ফেস টু এয়ার) প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ত্বরান্বিত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলোর ইউক্রেনে সহায়তা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন এই উদ্যোগ নিয়েছে।
সিএননের খবরে বলা হয়েছে, রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের জন্য ক্রমবর্ধমান গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
রাশিয়ার ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার বলেছে, ড্রোন হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র পূর্বেই ইরানের ড্রোনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
তবে ইরান রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল