মালয়েশিয়ায় গত সেপ্টেম্বর মাসে একজন ফিলিস্তিনি তরুণকে অপহরণ করা হয়। দেশটির একটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে, এই অপহরণের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত।
আল জাজিজার খবরে বলা হয়েছে, অপহরণের শিকার ফিলিস্তিনি তরুণের নাম প্রকাশ করেনি মালয়েশিয়া কর্তৃপক্ষ। পেশায় তিনি কম্পিউটার প্রোগ্রামার ছিলেন।
খবর অনুসারে, গত ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি সড়ক থেকে ফিলিস্তিনি কম্পিউটার প্রোগ্রামারকে অপহরণ করা হয়। পুলিশ মুক্ত করার আগে তাকে চেয়ারের সঙ্গে চোখবেঁধে মারধর করা হয় এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও কাসেম ব্রিগেড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
মালয়েশিয়ার দ্য নিউ স্ট্রেট টাইমসের খবর অনুসারে, ভুক্তভোগী ফিলিস্তিনি তরুণের সামনে একটি ভিডিও কল করা হয়। লাইনের অপরপ্রান্তে দুই ব্যক্তি ছিলেন যারা ইসরায়েলি বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের শুরুতে তাকে বলা হয়, ‘তুমি ভালো করে জানো তোমাকে কেন এখানে আনা হয়েছে।’ পরবর্তী ২৪ ঘণ্টা ফিলিস্তিনি এই তরুণকে মালয়েশিয়ার ইসরায়েলি এজেন্টরা মারধর ও জিজ্ঞাসাবাদ করে।
মালয়েশিয়ার পুলিশ অপহরণকারীদের আটক করে এবং ভুক্তভোগীকে মুক্ত করে। এরপর এই ভুক্তভোগী ফিলিস্তিনিসহ আরও একজন মালয়েশিয়া ত্যাগ করেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে ২০১৮ সালে মালয়েশিয়ায় ফিলিস্তিনি শিক্ষাবিদ ফাদি আল বাতসকে ফজরের নামাজে যাওয়ার সময় গুলি করে হত্যা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল