আবারও ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ফলে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর ও এলাকায় বিদ্যুৎ-পানি নেই।
ইউক্রেনের প্রসেকিউটর জানিয়েছে, এই হামলায় কিয়েভে দুই জন নিহত হয়েছে। দানিপ্রো নদীর পাড়ের পাওয়ার স্টেশন বা বিদ্যুৎকেন্দ্রে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ঝিতোমির এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আর দানিপ্রোতে এই দুই পরিষেবা চরম আকারে ক্ষতিগ্রস্ত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটে বলেছেন, গত ৮ দিনে ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ইউক্রেন জুড়ে তীব্র বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল