জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহকারী সংযোগ লাইন নর্ড স্ট্রিমে গেল মাসের বিস্ফোরণে অন্তত ৫০ মিটার (১৬৪ ফিট) পানির নীচে থাকা পাইপ উড়ে গেছে।
নওরোজিয়ান একটি রোবোটিকস কোম্পানির ধারণ করা ভিডিওতে দেখা যায় নর্ড স্ট্রিম ওয়ানের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ড্যানিশ পুলিশের বিশ্বাস বড় ধরনে বিস্ফোরণের কারণেই পাইপে চারটি ছিদ্র হয়। তবে এখনো বিস্ফোরণেল কারণ জানা যায়নি।
এই বিস্ফোরণের পর থেকেই ২৬ সেপ্টেম্বর থেকে এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রাশিয়া অবশ্য এই ঘটনার জন্য পশ্চিমাদের দায়ি করছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল