রাশিয়ার কাছ থেকে ভারত যে দামে জ্বালানি তেল কিনছে, সেই একই দামে মস্কোর কাছ থেকে তেল কিনতে চায় পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী ইশাক দার ওয়াশিংটন সফরকালে এ কথা জানিয়েছেন।
পাকিস্তানি অর্থমন্ত্রীর আশা যে, এই ডিসকাউন্ট রেটে বা বিশেষ মূল্যে রুশ জ্বালানি কেনার বিষয়ে পশ্চিমারা কোনো বাধা দেবেন না। কারণ অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে বন্যা কবলিত পাকিস্তান।
ইউক্রেনে কথিত বিশেষ সেনা অভিযান চালানোর পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার জ্বালানিসহ নানা খাতের ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। ফলে সংকুচিত হয়েছে রুশ জ্বালানির বাজার। সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া থেকে কম দামে জ্বালানি কিনছে ভারত ও চীন।
এবার চরম অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানও সেই সুযোগ নিতে চায়।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল