পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ন্যাটোজোটের কয়েক শীর্ষনেতাসহ বিশ্ব নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর জি২০ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।
ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, “পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কথা বলা সমীচীন নয়। তবে প্রাথমিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, ক্ষেপণাস্ত্রের যে গতিপথ তা দেখে মনে হচ্ছে এটি রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
উল্লেখ্য, পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে খবর প্রচার করা হয় যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে। এতে দু’জন নিহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে পশ্চিমা গণমাধ্যমের এই প্রতিবেদন কঠোরভাবে প্রত্যাখান করেছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃত উস্কানি ছাড়া আর কিছু নয় যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলা।”
এদিকে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পেয়েই জি২০ সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ ন্যাটো নেতাসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে জরুরি বৈঠকে বসেন জো বাইডেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছাড়াও বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন জো বাইডেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোল্যান্ড একটি ন্যাটোভুক্ত দেশ। সামরিক এই জোটের নীতিমালা অনুসারে, পোল্যান্ডের ওপর হামলা মানে গোটা ন্যাটোর ওপরই হামলা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, ইউএসনিউজ, সিএনবিসি
বিডি প্রতিদিন/কালাম