২ জানুয়ারি, ২০২৩ ১৩:১৫

চীনে করোনার তীব্রতার মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা

অনলাইন ডেস্ক

চীনে করোনার তীব্রতার মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা

চীনের প্রধান শহরগুলোর নাগরিকেরা স্বাভাবিক জীবনে ফিরছেন

তিন সপ্তাহ আগে (০৭ ডিসেম্বর) দেশের ভেতর থাকা করোনার কঠোর বিধি-নিষেধ শিথিল করে চীন। এরপর দেশটিতে ব্যাপক সংক্রমণের খবর পাওয়া যায়। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বেইজিং, সাংহাই এবং উহানের মতো চীনের প্রধান শহরগুলোর নাগরিকেরা স্বাভাবিক জীবনে ফিরছেন। করোনা আক্রান্তরা সুস্থ হচ্ছেন। শহরগুলোর বাসিন্দারা অর্থনৈতিক গতি স্বাভাবিক করতে পারবেন বলে আশাবাদী।

ইয়াং নামে বেইজিংয়ের একজন বাসিন্দা বলেন, করোনা মহামারি আমাদের বের হতে এবং কোনো ধরনের খেলাধুলা করার সুযোগ দেয়নি। লকডাউন প্রত্যাহারের পর এখন তারা স্বাধীন বলে মন্তব্য করেন।  

শনিবার এক বক্তৃতায় শি জিনপিং বলেন, ‘আমাদের এখনও লড়াই করতে হচ্ছে। সবাই অত্যন্ত সংযম সাধন করছে এবং কঠোর পরিশ্রম করছে। আমাদের সামনে সকাল। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করি। অধ্যবসায় মানেই সফলতা, ঐক্য মানেই সফলতা।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর